রাঙামাটিতে প্রথম বারের মতো প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের নিয়ে স্পেশাল অলিম্পিকস্ গেইমের উদ্বোধন

Published: 23 Dec 2019   Monday   

সোমবার রাঙামাটিতে প্রথম বারের মতো প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

 

স্পেশাল অলিম্পিকস্্ বাংলাদেশ এর উদ্যোগে ও ব্যাবস্থাপনায় মারী ষ্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ এর কোষাধ্যক্ষ নুরুল আলম, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ জাতীয় পরিচালক, ফারুকুল ইসলাম, সোয়াক ও স্পেশাল অলিম্পিকস্্ বাংলাদেশ রাঙামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি সুবর্ণা চাকমা, জেলা ক্রীড়া সংস্থার  সহ সভাপতি এ্যাডভোটেক মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।

 

স্পেশাল অলিম্পিকস্ গেইমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১১টি জেলা থেকে প্রায় শতাধিক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী শিশুরা অংশগ্রহন করছে। খেলায় ১৩ জন ট্রেনার এটা পরিচালনা করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত