রাঙামাটি জেলা পরিষদ হতে বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

Published: 23 Dec 2019   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক গরিব ও অসহায় শীতার্তদের মানুষদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

সোমবার বিলাইছড়ি উপজেলা আওয়ামীগ কার্যালয়ে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।

 

এ সময় বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

 

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রতি বছরই এই শীতের সময়ে কষ্টে কাটে পাহাড়ের প্রত্যান্ত এলাকার মানুষের দিন। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্ত্র টুকুও জোটছে না। তিনি বলেন, সরকার ও সমাজের সামর্থ্যবানরাসহ সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। একই সাথে বেসরকারি সংস্থা, সামাজিক ও সেবামূলক সংস্থাগুলোও শীতার্ত মানুষের সহায়তার জন্য এগিয়ে আসতে পারে। তিনি বলেন, মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তাই আসুন এই শীতে মানবিকবোধ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সাহায্য করি। সামর্থ্যবানদের শীতার্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত