রাঙামাটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন

Published: 23 Dec 2019   Monday   

সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বিহারপুর এলাকায় আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন করা হয়।


সাপোর্টিং পিপলস এন্ড রিবিউল্ডিং কমিউনিটি(স্পার্ক) এর উদ্যোগে সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী শিপন চাকমা। এতে উপস্থিত ছিলেন বিহারপুর এলাকার গ্রাম প্রধান কার্বারী প্রিয় জীবন চাকমা, উক্ত এলাকার পুলিন বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন চাকমা এবং রাঙ্গামাটি ইউনিট, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা।


সভায় ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা ব্লাস্ট এর পরিচিতি, ব্লাস্ট কিভাবে এবং কাদের আইনী বিষয়ে সহায়তা দেয় সে বিষয়ে আলোকপাত করেন এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পিতা-মাতার ভরনপোষণ আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিবিধ আইনের উপর সংক্ষিপ্ত ধারণা দেন। বিহারপুর এলাকার গ্রাম প্রধান কার্বারী প্রিয় জীবন চাকমা উক্ত আইন ও মানবাধিকার বিষয়ক সভার আয়োজন করার জন্য বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এলাকার ছোটখাট বিরোধসমূহ তিনি প্রথাগত আইনের আলোকে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করেন বলে জানান।


মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ চাইলে রাঙামাটি ইউনিট, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা আইনী পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত