জুরাছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ

Published: 26 Dec 2019   Thursday   

জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বালিশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ, পূর্ব পাড়া পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প  উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালিশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার পুরুস্কার বিতরণকালে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ, পূর্ব পাড়া পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প উদ্ভোধন করা হয়।

 

এ সময় বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যার রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুরেশ কুমার চাকমা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। সুতরাং আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দুর্গম এলাকার শিক্ষার প্রসার ঘটাতে।

 

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে প্রান্তিক এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তাই আগামীতে জুরাছড়ি হতে বালিশ পাড়া সংযোগ রাস্তা উন্নয়নে উপজেলা পরিষদ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত