রাঙামাটিতে বন, পরিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে পরামর্শক সভা

Published: 28 Dec 2019   Saturday   

বন, পরিবেশ ও জীব বৈচিত্র্য  সুরক্ষার লক্ষ্যে  শনিবার রাঙামাটিতে  দিন ব্যাপী পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় হিল ফ্লাওয়ারের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন ৬নং বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন মগবান ইউপি মেম্বার সজীব চাকমা,বালুখালী ইউপি মেম্বার অমনি চাকমা, ১২৯নং কাইন্দ্যা মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান,  রাঙামাটি সদর উপজেলার প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা  কুঞ্জবিহারী চাকমা, সামাজিক বনায়ন সংরক্ষন নেটওয়ার্কের সহ-সভাপতি দয়ালচন্দ্র চাকমা,  সুমনা তংচংগ্যা, সাংবাদিক সত্রং চাকমা প্রমুখ।

 

সভায় বালুখালী ও মগবান ইউপির ওয়ার্ড মেম্বার, সুশীল সমাজের নেতৃতবৃন্দ, লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা অংশ নেন। 

 

সভায় বক্তারা, পার্বত্য চট্টগ্রামে যেহারে বনাঞ্চল ধ্বংস করা  হচ্ছে তাতে পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। তাই  পরিবেশ ভারসাম্য রক্ষায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ও নিজেদের চাহিদা মেটাতে সামাজিক বনায়ন সংরক্ষনের কোন বিকল্প নেই। বক্তারা নিজ নিজ এলাকায় পরিবেশ রক্ষায় আরো বেশী সামাজিক বনায়ন সংরক্ষন ও  জনসচেনতার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত