সনাক ও নারী বান্ধব কর্মসূচীর কার্যক্রমের ফলে জেনারেল হাসপাতাল নারীবান্ধব হাসপাতালের স্বীকৃতি পেয়েছে-সিভিল সার্জন

Published: 31 Dec 2019   Tuesday   

রাঙামাটির সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা: শহীদ তালুকদার বলেছেন, রাঙামাটি জেনারেল হাসপাতাল নারীবান্ধব হাসপাতালের স্বীকৃতি পেয়েছে। সনাক এবং নারী বান্ধব কর্মসূচীর আওতার বিভিন্ন কার্যক্রমের ফলে এ স্বীকৃতি পেয়েছে।  তিনি আরো বলেন, সনাক-টিআইবি এর বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষের সচেতনতামূলক প্রচারনার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে কম হয়েছে।

 

মঙ্গলবার জনারেল হাসপাতালের তত্তাবধায়ক কক্ষে আয়োজিত সনাকের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় জেনারেল হাসপাতাল ও সনাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার শওকত আকবর, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারি পরিচালক নিহার রঞ্জন নন্দী, টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার মো: জসিম উদ্দিন, প্রমূখ

 

সভায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর কাজের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তনগুলো হয়েছে সেগুলো বিভিন্ন উপজেলায় সম্প্রসারণ, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, সুয়ারেজ লাইন, পরিস্কার পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট নির্মাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

 

 সভাপতির সমাপনী বক্তব্যে সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, সেবার মান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্ত বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত