রাঙামাটির দূর্গম বিলাইছড়িতে বই উৎসব অনুষ্ঠিত

Published: 01 Jan 2020   Wednesday   

বুধবার রাঙামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।

 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বই উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা’সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।

 

বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের সুপ্ত মেধা বিকাশে সৃজনশীল কর্মকান্ড ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেয়া’সহ সব ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকে ভূমিকা রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত