৬ জানুয়ারী রাঙামাটিতে বনফুল-লোক লোকালয় অনুষ্ঠানের ৩৬ বৎসর পূর্তি

Published: 04 Jan 2020   Saturday   

আগামী ৬ জানুয়ারী বিটিভি’র মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ হিসেবে বনফুল-লোক লোকালয় অনুষ্ঠানের ৩৬ বৎসর রাঙামাটিতে উদযাপন করা হবে।

 

স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক পরিকল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুমার ত্রিপুরা, রাঙামাটির চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ-সাপ্তাহিক বনভূমি সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন।

 

এসব অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সকাল ৯টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে গর্জনতলীস্থ ত্রিপুরা কল্যান ফাউন্ডেশন মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, সকাল ৯টা ৩০ মিনিট-এ প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা, অনুভূতি প্রকাশ। এছাড়া দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বিগত সময়ে যাঁরা অসামান্য অবদান রেখেছেন তাঁদেরকে সম্মাননা প্রদান করা হবে।

 

এদিকে অনুষ্ঠানমালায় বনফুল-লোক লোকালয় অনুষ্ঠানের ৩৬ বৎসর পূর্তী উদযাপন উপলক্ষে মোঃ তাওফিক হোসেন কবীরকে আহ্বায়ক এবং ঝিনুক ত্রিপুরাকে সদস্য-সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-রনেশ্বর বড়ুয়া, সুরেশ ত্রিপুরা, প্রদীপ বাহাদুর, মিতা মারমা, অলি আহমেদ, পুলক চক্রবর্তী, এস এম শামছুল আলম, মলয় কিশোর ত্রিপুরা, মিল্টন বাহাদুর, নন্দন দেবনাথ, শুক্লা ত্রিপুরা, মনছুর আহমেদ, বিদ্যুৎ শংকর ত্রিপুরা, শিখা ত্রিপুরা, লিটন শীল, তৃষ্ণা ত্রিপুরা, হ্লা প্রু সাইন মারমা ও পাইং ক্রইং মারমা, অঞ্জুলাল ত্রিপুরা, তিলু মারমা, মিঠুন মারমা ও উজ্জল ত্রিপুরা। এ’ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন-এ,কে,এম মকছুদ আহমেদ, সাহানা দেওয়ান, নিরূপা দেওয়ান, মনোজ বাহাদুর গুর্খা, মুজিবুল হক বুলবুল, রিপন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত