জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

Published: 11 Jan 2020   Saturday   

জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে দুস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

 শনিবার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সব কম্বল ১৫৬ জন পাহাড়ী দুস্থ্য ও শীতার্থদের মাঝে তুলে দেন জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ তানভীর হোসেন।

 

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় ১৫৬ জন হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় জোন অধিনায় লেপ্টেনেন কর্ণেল মোঃ তানভীর হোসেন বলেন, পার্বত্য এলাকায় সেনা বাহিনী শান্তি, সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারা বাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নে সেনা বাহিনী সহায়তা প্রদান করে চলেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত