বরকলে ঠেগা আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের উদ্ধোধন

Published: 15 Jan 2020   Wednesday   

নতুন উদ্যমে কোমলমতি শিশুদের জীবন পরিবর্তনে দূর্গম পাহাড়ী এলাকায় আইমাছড়া ইউনিয়নে অান্দারমানিক গ্রামে শিক্ষা যাত্রা শুরু হয়েছে। 

 

রাঙামাটির বরকলে ঠেগা আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার বর্ণিল পরিবেশে   দূর্গম পাহাড়ি এলাকায় আইমাছড়া ইউনিয়নে আন্দারমানিক গ্রামে ঠেগা আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

  

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সুনীতি বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের প্রতিনিধি সোহাগ চাকমা। বিশেষ অতিথি ছিলেন অাইমাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য শান্তি কুমার চাকমা, ৯নং ওয়ার্ডের সদস্য কান্ত মনি চাকমা। 

 

এসময়  ঠেগা অান্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল চাকমা সহকারী শিক্ষক রিকেল চাকমা সহকারী শিক্ষক স্মরনিকা চাকমা সহকারী শিক্ষক ফুলরাজ চাকমা, সহকারী শিক্ষক মাউচিং মারমা ও সহকারী শিক্ষক মিন্টু চাকমা,১৭৪নং রামুক্যছড়ি মৌজার কার্বারী পাত্তর মনি চাকমা ১৭৫ নং সিএম পাড়া মৌজার কার্বারী অলক কুমার চাকমা সহ ঠেগা অান্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক - শিক্ষিকাবৃন্দ,ছাত্র - ছাত্রীবৃন্দ, অভিভাবৃন্দ ও   বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথি বক্তব্য সোহাগ চাকমা বলেন- দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। দূর্গম পাহাড়ি এলাকায় ঠেগা অান্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিভা রয়েছে তা অতুলনীয়। শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতায় শিক্ষার্থীরা অনেকটা অগ্রসর। তাদের প্রতিভা বিকাশে সরকারের সহযোগিতা অাবশ্যক রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                        

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত