আলীকদমে হেলিকপ্টারযোগে ভিটামিন এ ক্যাম্পেইন

Published: 06 Apr 2014   Sunday   

 

 

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে বান্দরবানের আলীকদমে দুর্গম এলাকায় তিনটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রোববার আলীকদম জোন সদরের হেলিপ্যাড থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মেডিকেল টিমের সদস্যরা দূর্গম এলাকায় শিশুদের ভিটামিন এ ক্যাপস্যুল ও কৃমি নাশক বড়ি খাওয়ানোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয় এবং ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। স্বাস্থ্য বিভাগ দুর্গমের কুরুকপাতা, পোয়ামূহুরী ও বোলাই পাড়া কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তিনটি মেডিকেল টিম পাঠিয়েছে।

জানা গেছে, তিনটি কেন্দ্রে ৫ বছর কম বয়সী ১ হাজার ৩৯ জন শিশুকে কৃমি নাশক বড়ি ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। এর মধ্যে ২ থেকে ৫ বছর কম বয়সী ৬২০ জন শিশুকে কৃমি নাশক বড়ি ও ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী ৪১৯ জন শিশুকে ভিাটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, যোগাযোগের অসুবিধার কারণে দূর্গম এলাকায় জাতীয় কর্মসুচিগুলোতে হেলিকপ্টার ব্যবহার করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত