বিলাইছড়িতেপরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লোকসঙ্গীত ও নাটিকা পরিবেশনা

Published: 23 Jan 2020   Thursday   

রাঙামাটির বিলাইছড়িতে বুধবার জুম ফাউন্ডেশনের  কর্তৃক পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লোকসঙ্গীত ও নাটিকা পরিবেশন করা হয়েছে।

 

দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সজল কান্তি চাকমা, টংগ্যার নির্বাহী পরিচাল প্লব চাকমা, জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিব দাশ গুপ্ত,উপজেলা কো-অর্ডিনেটর শুভ্র প্রদীপ খীসা, ফ্যাসিলিটেটর নন্দন চাকমা,রতন বিকাশ চাকমা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের রসিক চাকমা।

 

এসময় জুন পহর থিয়েটার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লোকসঙ্গীত ও নাটিকা পরিবেশন করা হয়। পরে কিশোর কিশোরী ও মায়েদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতাও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণএবং উপস্থিত সকলকে শিশুর জন্য পুষ্টিকর খিচুড়ী ও পাজন তরকারী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত