জুরাছড়িতে জেলা পরিষদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Published: 28 Jan 2020   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির জুরাছড়িতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

 

জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃক দূর্গম জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  করেন জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা, সাংগঠনিক সম্পাদক উত্তম চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল চাকমা, মিন্টু চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র চাকমা, সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা’সহ এলাকার গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এসময় জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, জুরাছড়ির বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষ শীতে দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেন না, এখানকার খেটে খাওয়া মানুষ প্রতিদিন যা রোজগার করে, তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাদের অনেকের পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। তাই সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা।

 

তিনি আরো বলেন, নিঃস্বার্থভাবে বিপদগ্রস্থ মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। রাঙ্গামাটি জেলা পরিষদের ন্যয় অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দল অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুঃস্থ অসহায় মানুষ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন ।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত