কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ৩ বছরের সশ্রম কারাদন্ড

Published: 28 Jan 2020   Tuesday   

রাঙামাটির কাপ্তাই বন বিভাগের দায়ের করা একটি মামলায় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন রাঙামাটির আদালত। এছাড়া  একই মামলার অপর আসামী রাহুল তংচংগ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদন্ড দিয়েছেন।

 

মঙ্গলবার রাঙামাটি  চীফ জুডিসিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেট সবুজ পাল এই রায় দেন।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগের রাম পাহাড় বন বিধের সেগুন গাছ রাতে আধারে কেটে নেওয়া হয়। এতে বন বিধের ৪৯ লাখ  ৫২ হাজার টাকার সেগুন গাছের বাগান ক্ষতি সাধনের কারণে কাপ্তাই বন বিভাগের ফরেষ্টার নির্মল কুমার মন্ডল কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান নাসির উদ্দীন ও বাবুল মেম্বারের বিরুদ্ধে গেল ২ এপ্রিল ২০১৮ সালে একটি বন মামলা দায়ের করেন। যার মামলা নং বন সিআর ৭/১৮। মঙ্গলবার রাঙামাটি  চীফ জুডিসিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেট সবুজ পালের আদালতে আসামীদের উপস্থিতিতে রায়ের দিন ধার্য্য ছিল। এতে বিজ্ঞ আদালত রায়ে নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৩০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের  জেল ও ১০ হাজার টাকার অর্থ দন্ড করেন।  অপর আসামী বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাস কারাদন্ড দেন। আদালত থেকে  দুই আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত।

 

বন বিভাগের মামলার পরিচালক ও রাঙামাটি সদর রেঞ্জের ফরেষ্টার আমজাদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলায় দীর্ঘ ২১ বার শুনানী হয়েছে। অবশেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত