ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

Published: 30 Jan 2020   Thursday   

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় বেলাল হোসেন(৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। এসময় আসামী এবং ভিকটিম আদালতে উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ২০১৩ সালে বেলাল হোসেনের সাথে মুঠোফোনে পরিচয় হয় মাটিরাঙ্গা নিবাসী ভিকটিম(২৬) এর সাথে। তারপর বেলাল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেন। কিন্তু একটি পর্যায় ভিকটিমকে বেলাল বিয়ে করতে অস্বীকার জানালে, পরবর্তীতে  ২০১৪ সালের ২৬ জুন ভিকটিম নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন  একটি মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১০অক্টোবর পুলিশ বেলাল হোসেনকে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করে। মামলা চলাকালীন মোট ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৬ বছরের মাথায় এই রায় ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা জজ আদালতের জজমোঃ আলমগীর হাসান ।

 

এই রায়ে ভিকটিম ও তার আত্মীয়রা সন্তুষ্টি প্রকাশ করে বলেন আর যাতে কোন মা বোন এভাবে ধর্ষনের শিকার না হন।

 

এদিকে মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো। তিনি আরো বলেন এই মামলা চলাকালীন তার সহকর্মী আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন তাকে সহযোতগীতা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত