রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট রোডে ৩২টি অবৈধ দোকানপাট উচ্ছেদ

Published: 01 Feb 2020   Saturday   

রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট অফিস সড়কে শনিবার অবৈধভাবে গড়ে উঠা ৩২টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।


জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এময় বনরুপার ফরেষ্ট অফিস সড়কে অবৈধভাবে গড়ে উঠা ৩২টি দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘ দিন ধরে একটি চক্র দোকানীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে দেয়। এতে এলাকার জনসাধারনের চলাচলের বিঘœ ঘটছে।


বন বিভাগের সদর রেঞ্জের বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, বন বিভাগ থেকে এই সড়কে আর অবৈধভাবে দোকাপাট করতে দেবো না। এখন দখলমুক্ত হলো সড়কটি। এই সড়কে পাশে বন বিভাগ থেকে মুজিব বর্ষ উপলক্ষে সৌন্দর্য্যবর্ধনের জন্য ফুলের চারাসহ গাছ লাগানো হবে।


রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট(এনডিসি) উত্তম কুমার দাশ জানান,দীর্ঘ দিন ফরেষ্ট অফিসের সড়কে ফূটপাত দখল করে অসাধু ব্যবসায়ীরা দোকানঘর নির্মাণ করেছে। এতে লোকজনের চলাচলের বিঘœ ঘটছে। তাই সড়কের ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসসেনর নিয়মিত উচ্ছেদ অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, উচ্ছেদ অভিযানে নোটিশ দেয়ার প্রয়োজন মনে করিনি। কারণ ইতোপূর্বে দুবার এই উচ্ছেদ অভিযান করেছি।


তিনি আরো জানান, উচ্ছেদেও পর পর কিছু অসাধু ব্যবসায়ী ও স্বার্থান্বেসীমহল অবৈধভাবে দোনপাট নির্মাণ করে ভাড়া দিয়েছে দেখেছি। তবে এখন যে উচ্ছেদ করা হয়েছে তার নিয়মিত ফলো আপ রাখা হবে। যাতে আর পুনরায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করতে না পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত