মহালছড়িতে আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

Published: 01 Feb 2020   Saturday   

শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মেহেদী হাসান পিএসসি। কলেজ গর্ভনিং বডির সভাপতি ক্যাচিংমিং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি জোন এর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা দেবাশীষ দাশ, সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ থৈহলাউ মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারিকা চাকমা ও দীপিকা খীসা।


বিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর একাডেমিক ভবণ নির্মান উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রিধান অতিথি বলেন, বর্তমান শিক্ষার্থী যাঁরা তাঁরা আগামী দিনের ভবিষ্যত। সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সকলকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত