জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

Published: 02 Feb 2020   Sunday   

সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রাঙামাটিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।


জেলা প্রশাসন সন্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন. সিভিল সার্জেন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী দাশ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজমীন, অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (শস্য) এম এম শাহ নেয়াজ প্রমুখ।


এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।


আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, বর্তমানে আমাদের দেশ খাদ্যের দিক দিয়ে স্বয়ং সম্পন্ন। আমরা আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে এখন দেশের বাহির রপ্তানি করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা শুধু মাত্র খাদ্যে স্বয়ং সম্পন্ন হলে চলবে না আমাদের নিরাপদ খাদ্যে স্বয়ং সম্পন্ন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত