খাগড়াছড়িতে ফারুক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Published: 04 Feb 2020   Tuesday   

খাগড়াছড়িতে মাহেন্দ্র গাড়ি চালক ফারুক হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে সিএনজি মাহেন্দ্র মালিক এবং শ্রমিক সংগঠনে।


জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা সিএনজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম, মাহেন্দ্র কল্যাণ সমিতির আহ্বায়ক জয়েস চাকমা,সাধারণ সম্পাদক মো. মামুন,মহালছড়ি সিএনজি ও মাহেন্দ্র সমিতির সভাপতি বিপুল চৌধুরী বক্তব্য রাখেন।


এসময় বক্তারা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ফারুক হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। এবং ভবিষ্যতে যাতে আর কোন মাহিন্দ্র ও সিএন্ডজি ড্্রাইভারকে অকালে প্রাণ হারাতে না হয় সেই জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন বক্তারা।


উল্লেখ্য, গেল ফেব্রুয়ারি সকালে মহালছড়ি থেকে ভাড়া নিয়ে আলুটিলা যাস ফারুক। এরপর থেকে তার কোন খোঁজ ছিলনা। এই নিয়ে পরিবার থেকে মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে গত ২ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০ নাম্বার ভাঙ্গাব্রীজ এলাকার পাহাড়ের ঢালু থেকে মাহেন্দ্র চালক ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত