রাঙামাটির প্রিমা মারমা ঢাকা ইর্ষ্টান ইউনিভারসিটি থেকে আইন বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ

Published: 05 Feb 2020   Wednesday   

ঢাকা ইর্ষ্টান ইউনিভারসিটি থেকে ২০১৬-২০২০ শিক্ষাবর্ষে আইন বিভাগের (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.৯১ পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন রাঙামাটির মেধাবী শিক্ষার্থী প্রিমা মারমা (তুলতুল)।

 

প্রিমা মারমা (তুলতুল) ঢাকা ইর্ষ্টান ইউনিভারসিটি পড়ালেখা করাকালীন ল-কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে দ্বিতীয়  স্থান হওয়ার গৌরব অর্জন করেন। আর তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনায় দ্বিতীয়  স্থান হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবার নাম-চাইথোয়াই প্রু মারমা ও মাতার নাম-রাজশ্রী। প্রিমা মারমা (তুলতুল) এর পিতা বর্তমানে রাঙ্গুনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। আর মা রাঙামাটি সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক কর্মকর্তা ছিলেন।

 

প্রিমা মারমা জানান,তার এইসব অর্জনের পেছনে তার মা-বাবা ও ঢাকা ইর্ষ্টান ইউনিভারসিটি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মা-বাবার সদিচ্ছা এবং আর্শিবাদ ও শিক্ষকরা যদি আমাকে এগিয়ে চলার পথ না দেখাতেন, তা হলে এই অর্জন কখনো পুরণ হতো না। তাই সবার কাছে তিনি চির ঋণি।

 

প্রিমা মারমা (তুলতুল) ভবিষ্যতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট/সহকারী জর্জ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তার এই ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য সবার কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত