খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

Published: 05 Feb 2020   Wednesday   

“পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে সামনে রেখে বুধবার খাগড়াছড়িতে তৃতীয়বারের মতো খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে ।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগার যৌথ আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রায় বের হয় শোভাযাত্রাটি জেলা সরকারি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার গ্রন্থাগারে এসে শেষ হয়।  এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ  বিভিন্ন লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী ও ছাত্র ছাত্রী  শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

 

জেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে  পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেস্বর ত্রিপুরা সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আমাদের দেশে শিক্ষার মান বেড়েছে, আমি চাই শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হবে আমাদের সন্তানরা। তারা এই দেশে আগামী দিরে ভবিষ্যত। তারা একটি এই দেশে মন্ত্রী এমপি হয়ে দেশের হাল ধরবে।

 

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, খাগড়াছড়ি সরকারি কলেজে অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মধু মঙ্গল চাকমা,  জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা , জেলা শিশু একাডেমির কর্মকর্তা উষানু চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃঞ্চ লাল দেবনাথ।

 

সভায় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  সভাশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায়  অংশগ্রহণকারী ৪৮জন বিজয়ীদের মাঝে প্রধান অতিথি কংজরী চৌধুরীসহ অন্যান্য অতিথি বৃন্দ পুরষ্কার তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত