সেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সনাকের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময় সভা

Published: 05 Feb 2020   Wednesday   

সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি’র উদ্যোগে বুধবার সেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সনাকের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

 টিআইবি’র এরিয়া ম্যানেজার সুইমং চিং মারমার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন।   সনাক খাগড়াছড়ি’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ধর্মরাজ বড়–য়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, উপজেলা ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমা, মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফ্রুমা মারমা এবং গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনুপ্রু মারমা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য সুপ্তা চাকমা সহ ইয়েস সদস্য ও টিআইবি’র কর্মকর্তারা।

 

সভায় স¦চ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন। 

 

মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা বলেন, “মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শেষ করেনি ঠিকাদার, সেই কাজ ২০১৮ সাল থেকে কাজ শুরু হয়ে মাঝপথে বন্ধ ছিল, তারপর ২০১৯ সালের জলাই মাসে সদর উপজেলার ইউএনও, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সনাক, খাগড়াছড়ি’র যৌথ প্রয়াসে ঠিকাদার আবার কাজ শুরু করে, এখন শেষপর্যন্ত কাজ সম্পন্ন না উধাও”। তিনি এই বিষয়ে এ্যাডভোকেসী চালানোর জন্য সনাককে অনুরোধ করেন। তিনি আরো বলেন, গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন প্রশাসনিক জটিলতায় থমকে আছে।

 

সভায় আলোচকরা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের নিয়মিত লেসন নোট নিয়ে ক্লাসে পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে অধিকতর গুরুত্বারোপ করেন। এছাড়া সনাক, খাগড়াছড়ির সহযোগিতায় দু’টি প্রাথমিক বিদ্যালয়ের (গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) ইতিবাচক পরির্বতনকে মডেল হিসেবে গ্রহন করে উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদারস ফোরাম গঠন, মা সমাবেশ, মনিটরিং বোর্ড হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত, শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাসকরনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত