খাগড়াছড়িতে জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমার শীতবস্ত্র বিতরণ

Published: 09 Feb 2020   Sunday   

রোববার খাগড়াছড়িতে শীতের কম্বল বিতরণ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা গেল শনিবার ও রোববার খাগড়াছড়ি জেলার পানছড়ি অগ্রত্রৈী ও খাগড়াছড়ি ধর্মপুর আর্যবনবিহার দুটি বৌদ্ধ বিহারে এবং দীঘিনালা মেরুং, বোয়ালখালী ও কবাখালীসহ বিভিন্ন গ্রামের গরীব,দুস্থ ও অসহায়দের মাঝে মোট ১ শ ৫০টি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে তার সাথে ছিলেন দীঘিনালা নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,ইউপি সদস্য রনিকা দেওয়ান,আওয়ামীলীগ নেত্রী ইতালী চাকমা প্রমুখ।


কম্বল বিতরণকালে শতরুপা চাকমা বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের সময়ে খাগড়াছড়িতে অনেক উন্নয়ন হয়েছে। যা অন্যকোন সরকারের সময়ে হয়নি। জেলার অনেক দুর্গম এলাকায় রাস্তাঘাট হয়েছে। স্বাস্থ্য সেবার উন্নতি হয়েছে। যে সমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সে সমস্ত এলাকা সোলারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা গরীব অসহায় দুস্থ তাদের শীতের কম্বল দিয়ে সরকার সহযোগীতা করছে।


তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকা জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করছেন এবং এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে সবাইকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত