পানছড়িতে বেইন বুনন প্রশিক্ষন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

Published: 12 Feb 2020   Wednesday   

ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য অঞ্চলে এই প্রথম বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালা করা হয়েছে। 

 

ওমান প্রবাসী জিতু মৎসুদ্দী’র অর্থায়নে ও নির্মল চাকমা, পরেশ চাকমা, উৎপল চাকমার সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ঝাগুরনালা গ্রামের ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সম্প্রতি বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালাটি হয়।


প্রশিক্ষণ কর্মশালাটি শুভ উদ্বোধন করেন হিল কালচার অর্গানাইজেশনের সাধারন সম্পাদক তাপস ত্রিপুরা। ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান খোকন বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ (সিসিসিবি)কেন্দ্রিয় সহ-সভাপতি পরেশ চাকমা, সাধারন সম্পাদ উৎপল চাকমা, নির্মল চাকমা(কারেজ) কিকো চাকমা প্রমূখ।


প্রশিক্ষণ কর্মশালায় ৫জন প্রশিক্ষককে সন্মানী ভাতাসহ ২৫জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং ও প্রায় শতাধিক শিশু ও নারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত