পানছড়ি উপজেলার তাবলিগ জামাতের দুই দলের বিরোধ নিরসন কল্পে মতবিনিময় সভা

Published: 12 Feb 2020   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তাবলিগ জামাতের দুই দলের বিরোধ নিরসন কল্পে উপজেলার সকল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক , ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বুধবার ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে যেন আর কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিটি মসজিদের জন্য ০৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তাবলিগ জামাতের দুই গ্রুপ প্রতিটি মসজিদের উক্ত কমিটির নির্দেশনা মোতাবেক কার্য পরিচালনা করবেন।


বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শরীফ, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, আবু তাহের, ইউপি সদস্য আসিফ করিম, মতিউর রহমান, আবুল বাশার , বাজার কেন্দ্রিয় জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম হোসেন , লোগাং বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল খালেক, জিয়ানগর কবরস্থান জামে মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুস সালাম ,সাদ গ্রুপের পক্ষে আব্দুল করিম, জোবায়ের গ্রুপের পক্ষে হাফেজ মহিন উদ্দীন , মাওলানা নুরুল আফসার ইমাম পাইলট ফার্ম জামে মসজিদ ,ইমাম দমদম জামে মসজিদ মাওলানা আনোয়াারুল ইসলাম প্রমুখ।


উপজেলার সকল মসজিদের সভাপতি-সম্পাদক, ইমাম-মোয়াজ্জেম,স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত