পানি সরবরাহের পাইপ কেটে দেওয়ায় ও জীবন নাশের হুমকির প্রতিবাদে লংগদুর শিলকাটাছড়ার গ্রামবাসীদের মানববন্ধন

Published: 12 Feb 2020   Wednesday   

জেএসএস সন্তু গ্রুপের দাবিকৃত চাঁদা না দেওয়ায়, পানি সরবরাহের পাইপ কেটে দেওয়া ও জীবন নাশের হুমকির প্রতিবাদে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটির লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়ার গ্রামবাসীরা।


জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়ার বাসিন্দা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারীং কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিকি, সদস্য মোঃ সোলাইমান, সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, শিলকাটাছড়ার গ্রামবাসী মোঃ বাবুল মিয়া, মোঃ আমির হোসেন।


উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,গেল ৯ ফেব্রুয়ারী লংগদুর শিলকাটাছড়ায় ৩শত পরিবারের পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন প্রকল্পের কাজে দুই লক্ষ টাকা চাঁদার দাবীতে জনসংহতি সমিতির (জেএসএস) এর সন্তু গ্রুপের লোকজনেরা হামলা চালিয়ে পানির ট্যাংক ও ৩শ ফুট পানির পাইপ লাইন বিচ্ছিন্ন করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং পানি সরবরাহ বন্ধ করে দেয়।
বক্তারা আগামী তিন দিনের মধ্যে যদি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হয় তা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমিয়ারী দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত