রাঙামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে নিহত ১, আহত ২৭

Published: 14 Feb 2020   Friday   

শুক্রবার রাঙামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই বাসের হেলফার নিহত হয়েছেন।  তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, ২৭ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা গেছে,শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম ছেড়ে একটি পিকনিক পার্টির বাস রাঙামাটি যাচ্ছিল। পথে প্রায় রাঙামাটি শহরের কাছাকাছি সাপছড়ির শালবন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল পাঠানো হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলফার নিহত হন। এ ঘটনায়  ২৭জনের মধ্যে ১২জনের নাম পাওয়া গেছে। আহতরা হলেন-মোঃ শামীম (২২), মোঃ সোহাগ(২১),সজল(৩৫),রাহিমা(১৮), সুজন(২১),মোঃ আমিরুল(২২)মোঃ কাউসার (২০), মোঃ রাজু আহম্মদ(৩০),মোঃ মিজান(২৩),মোঃ আজরুল ইসলাম(২৩),মোঃ শাকিল (১৮)ও মোঃ আনোয়ার হোসেন (২৬)।

 

কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ নুর বলেন,সড়ক দুর্ঘটনা ঘটনার সাথে সাথে পুলিশ দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাস দুর্ঘটনায় প্রায় ২৭জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। বাসটি উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে। নিহত বাসের হেলপারের ময়না তদন্তের পর ওয়াশিরদের বুঝিয়ে দেওয়া হবে।

 

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃ শওকত আকবর বলেন, এপর্যন্ত ২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ৩জনের গুরুতর অবস্থা তাদের ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত