রাঙামাটিতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের কর্মী নিহত, অপহৃত ১

Published: 19 Feb 2020   Wednesday   

রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে বুধবার সকালের দিকে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সুমন চাকমা ওরফে অক্টোবর(৩০) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী এক নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


জানা যায়, বুধবার সকাল ৮টার রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে গিয়ে একদল দুর্বৃত্ত ইউপিডিএফে’র কর্মী সুমন চাকমা ওরফে অক্টোবরকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে সুমন চাকমা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাবী করে বলা হয়েছে, বুধবার সকাল ৮টার দিকে রূপায়ন চাকমার (উত্তরণ) নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী একদল সশস্ত্র সন্ত্রাসী স্পীড বোট যোগে গিয়ে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে সুমন চাকমা ঘটনাস্থলে নিহত হন। পরে সন্ত্রাসীরা অপর এক ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনে হিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা সুবলং বাজারে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এ ধরনের খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে সুমন চাকমার খুনীদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ’ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রণি জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নে একটি মৃত দেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত