রাঙামাটিতে ৩ দিনের অমর একুশের বই মেলা শুরু

Published: 19 Feb 2020   Wednesday   

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার থেকে রাঙামাটিতে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠিত বই মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন আকনদ। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, কৃষি কর্মকর্তা প্রবন কুমার চাকমা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমূখ।


উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই। এসময় বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়।


বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাঙামাটির এই বই মেলায় ১৬টি স্টল দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত