বিলাইছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Published: 21 Feb 2020   Friday   

বিলাইছড়িতে শুক্রবার  নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

 

আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে।

 

এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আতœার স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সকাল ৬টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাত ফেরীর আয়োজন করা হয়।  এছাড়া সকল সরকারী বে-সরকারী, স¦ায়ত্বশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠান ভবনসমূহে জাতীয় পতাকা যথাসময়ে অর্ধনমিত রাখা হয়।

 

এ সময় বক্তারা বলেন, একটি জাতির প্রাণ হলো নিজের মাতৃভাষা। কোন জাতিকে ধ্বংস করার প্রধান হাতিয়ার হলো তার নিজের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করা। তাই স্বাধীনতার পূর্বে মাতৃভাষা রক্ষার জন্য এদেশে ১৯৫২ সালে আমাদের ভাষা আন্দোলন করতে হয়েছিল। এ ভাষা আন্দোলন করতে গিয়ে সালাম বরকত রফিক জব্বার ও শফিউরসহ নাম না জানা আরও অনেক দামাল ছেলেদের প্রান দিতে হয়েছিল। আজ আমরা প্রানভরে তাদের শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি। তাদের সেই আত্ম-ত্যাগের বিনিময়ে এদেশে আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলা ও লেখার স্বাধীনতা লাভ করেছি।

 

এতে আরও গৌরবের বিষয় হলো যে, আমাদের ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আজ পৃথিবীর প্রতিটি জাতি তার নিজের মায়ের ভাষায় কথাবলা ও লেখার স্বাধীনতালাভ করতে পেরেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত