ডিজিটাল ডাকঘরসমুহের উদ্যোক্তাদের মাধ্যমে মাইক্রো এটিএম ব্যবস্থা চালুকরণের লক্ষ্যে রাঙামাটিতে দিন ব্যাপী কর্মশালা

Published: 24 Feb 2020   Monday   

ডাক বিভাগের ডিজিটাল ডাকঘরসমুহের উদ্যোক্তাদের মাধ্যমে মাইক্রো এটিএম ব্যবস্থা চালুকরণের লক্ষ্যে সোমবার রাঙামাটিতে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে রাঙামাটি পোষ্টাল ডাক বিভাগ ও ব্যাংক এশিয়ার আয়োজনে আইটিসিএলের কারিগরী সহায়তায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন ডাক বিভাগের চট্টগ্রামের পূর্বাঞ্চলের পোষ্টমাষ্টার জেনারেল আনন্দ মোহন দত্ত। বক্তব্যে দেন  রাঙামাটি পোষ্টাল ডাক বিভাগের ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল  মোহাম্মদ নিজাম উদ্দিন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন ও আইটিসিএলের কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

 

কর্মশালায় তিন পার্বত্য জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি থেকে উদ্যোক্তারা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত