আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষ্য রাঙামাটিতে অবহিতকরণ সভা

Published: 25 Feb 2020   Tuesday   

পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষ্য মঙ্গলবার রাঙামাটিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ  জোহরা উপমার সভাপতিত্বে বক্তব্যে দেন নারী প্রগতি সংঘের লিয়াজো অফিসার শরীফ চোহান, প্রগ্রেসিভের নির্বাহী  পরিচালন সূচরিতা চাকমা। সভায়  রাঙামাটি সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান,কারবারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

 

সভায় বলা হয়, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভ এর সহযোগিতায় আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের মাধ্যমে রাঙামাটি সদর উপজেলার চারটি ইউনিনের ১২শ নারী ও কিশোরী তাদের স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্যর বিষয়ে উপকার ভোগ করবে। এছাড়া  এসব নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা তৈরী করা হবে যেখানে নারীর প্রতি কোন ধরনের সহিংসতা  ও বৈষম্য থাকবে না। যা নারীদের সহিংসতা ও বৈষম্য সম্পর্কিত জ্ঞাত বিষয়ে  সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ক্ষমতায়িত হবে।

 

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় নারী প্রগতি সংঘের সহায়তায় তিন পার্বত্য জেলায় ১০টি বেসরকারী উন্নয়ন সংস্থা আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের  মাধ্যমে পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য  উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এর মধ্যে রাঙামাটি জেলায় উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভসহ  চারটি এনজিও দশ উপজেলায় কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত