রাঙ্গুনিয়ায় মোগলের হাটে ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন

Published: 25 Feb 2020   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পোস্টাল বিভাগের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট এ ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত এ ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন করেন।

 

রাঙামাটি প্রধান ডাকঘর শাখার উদ্যোগেন গনদ ও রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোছনাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ নিজাম উদ্দিন। মোগলের হাটডিজিটাল ডাকঘরের উদ্যোক্তা দ্বিপায়ন সুশীল এর সঞ্চালনায় ডাকঘরভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নগদ চট্টগ্রাম এরিয়ার ক্লাস্টার হেড মোঃশহীদ উল্লাহ, নগদ চট্টগ্রামের এরিয়া ম্যানেজার আহসান মোঃশহীদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী দানুমিয়া, সাধারণ সম্পাদক অসীমবরণ সুশীল প্রমুখ বক্তব্য রাখেন।

 

এসময় পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত বলেন, দেশের প্রতিটি বাড়ি পৌঁছানোর সক্ষমতা ডাক অধিদপ্তরের আছে। এই সক্ষমতা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় দেশের প্রতিটি ডাকঘরকে ডিজিটাল ডাকঘর হিসেবে দেশের তৃণমূল জনগোষ্ঠীকে ডিজিটাল সরকারি সেবা প্রদানের সক্ষম হিসেবে গড়ে তোলা হয়েছে। ডাকঘর সাধারণ মানুষের জীবন-যাপনে ডিজিটাল রূপান্তর ঘটাবে জানিয়ে তিনি বলেন, ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তর করে শহরের ডিজিটাল সেবাগুলো বিশেষ করে জনগণের জন্য সরকারের ৯০০ ডিজিটাল সেবাজনগণ ঘরে বসে পাবেন, ডাকঘর থেকেও দেওয়া হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ডিজিটাল ডাকঘরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ছাত্রছাত্রীদের কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান, ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপত্তা ব্যষ্টনীর আওতায় ভাতা প্রদান, বীমা পলিসি বিক্রয় এবং প্রিমিয়ার আহরণ ও বিতরণ করাসহ অন্যান্য ই সেবা প্রদান করা হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে বিদ্যমান ইউনিয়ন ডিজিটাল ভিত্তিক সেবা যথেষ্ট নয়। তাই মানুষের ডিজিটাল সেবার বর্ধিত চাহিদা মেটাতে ডাকঘর একই সেবা নিয়ে কাজ করছে। ডাক ঘরগুলোতে মোবাইল ফিন্যান্স যুক্ত হয়েছে। ডিজিটাল ডাক সেবায় আমরা ইতোমধ্যে একটা দৃশ্যমান অবস্থায় উপনীত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত