উন্মেসের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

Published: 29 Feb 2020   Saturday   

মানবতা সেবাদানকারী সংস্থা উন্মেসের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শুক্রবার রাঙামাটি সদরের বন্দুকভাঙা ইউনিয়নের খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের  সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান। উন্মেষের সহ সভাপতি রিপেন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমেল চাকমা, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সবিনয় চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা।

 

অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন উন্মেষের প্রতিষ্ঠা সভাপতি দীপেন চাকমা, উন্মেষের উপদেষ্টা  আশীষ চাকমা, উন্মেষের দাতা সদস্য সুনীল ময় চাকমা,। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত উন্মেষের বর্তমান সদস্য প্রায় সাড়ে তিনশ জন।

 

আলোচনা সভা শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্মেষের একদল তরুণ শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে মানব সেবায় কাজ করে যাচ্ছে। রোগীর সংকটময় সময়ে রোগীর স্বজনরা উন্মেষকে স্মরণ করছে। এগিয়ে এসে রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে উন্মেষ। সংগঠনটি অর্থ সংকটের মধ্যে দিয়েও মানব সেবায় কাজ করে যাচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, উন্মেষের সদস্যরা গত ৮ বছর ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছে এটি কম কথা নয়। উন্মেষ একের পর এক রক্তের সম্পর্ক গড়ে যাচ্ছে মানুষে মানুষে।

 

উল্লেখ্য, ২০১২ সালে ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর সংগঠনটি  ২ হাজার জন রোগীকে রক্ত দিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে ২০ হাজার জনের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। একের পর এক রক্তের সম্পর্ক গড়েই যাচ্ছে পাহাড়ে তারুণ্যর সংগঠন উন্মেষ। রোগীর সংকটময় অবস্থায় রক্ত দিয়ে একের পর এক জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তাই এখন উন্মেষ আস্থার নাম, ভালবাসার নাম। আগামীর দিনগুলোতে সর্বদা মানব সেবা করার অঙ্গীকার করেছেন উন্মেষের সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত