মাটিরাঙ্গায় বিজিবি ও এলাকাবাসীর সংর্ঘষে বিজিবি সদস্যসহ নিহত ৫

Published: 03 Mar 2020   Tuesday   

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বিজিবি ও এলাকাবাসীর সংর্ঘষে বিজিবি সদস্যসহ নিহত ৫জন হয়েছে। উপজেলার ১নং ওয়ার্ডের বটতলি গাজিনগর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা সময় ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে ও গ্রামবাসীর সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগান মালিক সাহাব মিয়া মঙ্গলবার সকালের দিকে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটেন। গাড়িযোগে নেওয়ার সময় গাছগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নিতে চায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবেত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিজিবি সদস্যরা জড়ো হওয়া লোকদের নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই বিজিবি সদস্য মোঃ শাওন, বাগান মালিক সাহাব মিয়া প্রকাশ মুছা (৫৭), সাহাব মিয়ার ছেলে আহম্মদ আলী, এলাকাবাসী মোঃ আলী আকবর হাসপাতালে নিহত হয়। নিজের স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় মো: মফিজ মিয়া ও মো: হানিফ নামের দুই গ্রামবাসীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে মফিজ মিয়া পথিমধ্যে মারা গেছেন বলে জানিয়েছেন মাটিরাঙার পৌর মেয়র।


স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বিজিবি সদস্যসহ দুই জনের মরদেহ মাটিরাঙা উপজেলা হাসপাতালে এবং দুই জনের মরদেহ উদ্ধোরের কাজ চলছে।

 

মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গাছ কাটাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।


জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো: আব্দুল আজিজসহ প্রশাসনের উর্ধতন কর্মকতারা পরিদর্শনে করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

 

তিনি আরো জানান, এ ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।  তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত