প্রকল্পের কার্যক্রম দেখতে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের রাঙামাটিতে সফর

Published: 03 Mar 2020   Tuesday   

আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম দেখতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ মঙ্গলবার রাঙামাটিতে সফরে আসেন। নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবি’র আর্থিক সহায়তায় পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় এনজিওদের  মাধ্যমে ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

বেসরকারী  উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভ এর  সন্মেলন কক্ষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ স্থানীয় উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় ইউএনডিপি-সিএইচটিডিপি প্রকল্পের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিপির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা, নারী প্রগতি সংঘের সঞ্জয় মজুমদার, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প পরিচালক জ্যোতি বিকাশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিমাবির বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবা হক কুমকুম। 

 

এসময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধ ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় নারী প্রগতি সংঘের সহায়তায় তিন পার্বত্য জেলায় ১০টি বেসরকারী উন্নয়ন সংস্থা এ প্রকল্পের  মাধ্যমে পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য  উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এর মধ্যে রাঙামাটি জেলায় উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভসহ  চারটি এনজিও দশ উপজেলায় কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত