অসুস্থ অমল দাশ ও তাঁর স্ত্রী’র প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

Published: 04 Mar 2020   Wednesday   

রাঙামাটির তবলছড়ি এলাকার বাসিন্দা হৃদরোগে আক্রান্ত অসুস্থ অমল দাশ ও তাঁর স্ত্রী’র প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

বুধবার জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাঁর অফিস কক্ষে অসুস্থ অমল দাশের সু-চিকিৎসার জন্য নগদ অর্থ ও আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অমলের স্ত্রীকে একসেট সেলাই মেশিন প্রদান করেন।

 

আর্থিক সহায়তা ও সেলাই মেশিন প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অসহায়, গরিব ও দুঃস্থ রোগীদের সেবায় বর্তমান সরকার পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি সমাজসেবার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থসহ নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। কারণ বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। তিনি বলেন, পাহাড়ে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। বর্তমানে পার্বত্য এলাকার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শর্য্যায় উন্নতিকরণ করা হচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ে  কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নয়ন হচ্ছে। এর ফলে প্রান্তিক এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির ফলে পাহাড়ের সাধারণ মানুষ নানা রোগের চিকিৎসা এখন নিজ এলাকাতেই  করতে পারছে। এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান চেয়ারম্যান।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত