মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা

Published: 04 Mar 2020   Wednesday   

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন লক্ষে বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

 

পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষ (এনেক্স) ভবনে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ  কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য  মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, পরিষদ সদস্য জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ পরিষদের হস্থান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় মুজিববর্ষ উপলক্ষে ১৭ই মার্চ সকালে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ভেদভেদীস্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে পুস্পাঞ্জলি অর্পন। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনাসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু উপবৃত্তি প্রদান ও সন্ধ্যায় চিংহ্লামং মারী স্টেডিয়ামে ফানুস উড়ানো এবং ৭ই মার্চ থেকে পুরো মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যে আলোকসজ্জা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এদিকে এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে তার  অফিস কক্ষে আগামী ৬মার্চ জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় পাট দিবসের দিন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণঢ্য র‌্যালি শুরু হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভাকক্ষ আলোচনাসভা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত