সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে কাউকে ছাড় দেয়া হবে না-আইজিপি

Published: 04 Mar 2020   Wednesday   

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না, সেই যেই হোক।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা দিয়েছেন ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’। এই ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের যা যা করার দরকার আমরা তাই করে যাচ্ছি।

 

বুধবার বিকেলে পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শহরের সুখীনীলগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পুলিশ-প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে আইজিপি মশাল জ্বালিয়ে এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  এর পর পর  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও প্যারেডে সালাম গ্রহণ করেন আইজিপি।  পরে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে ছিলো, নারী-পুরুষ উভয় পুলিশ সদস্যের পৃথক ১শ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া পৃথকভাবে ১শ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি বিভিন্ন হেডম্যান-কার্বারি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আইজিপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত