ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে রাঙামাটি সেনা রিজিয়নের সংবর্ধনা

Published: 05 Mar 2020   Thursday   

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে বহৃস্পতিবার সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন ও  সদর সেনা জোন থেকে সংবর্ধনা, খেলোয়াড়দের জার্সি ও ফুটবল প্রদান করা হয়েছে।

 

ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃঞ্চ জীবন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সেনা  রিজিনের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুখী,  ক্যাপ্টেন আজমাইল অবরাব আহম্মেদ, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া ইউপির মহিলা মেম্বার বর্ণা চাকমা।  স্বাগত বক্তব্যে দেন ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে জার্সি, ফুটবল, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুরা  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলাম বলেন, পাহাড়ে  সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের উন্নয়নে  ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে সেনাবাহিনী  আগেও ছিল এখনো থাকবে। 

 

উল্লেখ্য, গেল ৫ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় খাগড়াছড়ি দলকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। এই বিভাগীয় চ্যাম্পিয়ন দলটি চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় পর্যায়ে খেলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত