আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সাপছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 07 Mar 2020   Saturday   

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির সাপছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে ওএলএইচএফ প্রকল্পের সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ সংস্থার নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও বিএনপিএস এর কর্মকর্তা রিমি চাকমা। সভায় এসএমসি, শিক্ষক, ছাত্রছাত্রী ও সহযোগী সংগঠনের সকল অংশ নেন। আলোচনা সভার পূর্বে ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ডকুমেন্টারি ছবি প্রদর্শন করা হয়। এর আগে একটি র‌্যালী বের করা হয়।


আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া ছেলেদেরকে নারীর অধিকার সম্পর্কে সচেতন থাকার আহবান করার পাশাপাশি নারীদের প্রতি তিরস্কার করা থেকে বিরত থাকতে বলা হয় এবং তিরস্কারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহবান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যা সুচরিতা চাকমা বলেন পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে পুরুষদের অগ্রনীভূমিকা পালন করতে হবে। তিনি সবাইকে নারী সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত