বরকলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Published: 08 Mar 2020   Sunday   

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার বরকলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রমূখ। 

 

এসময় উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা জ্যাকলিন চাকমা,  পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা, উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক চিচি মুনি চাকমা ও অাইমাছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য (সংরক্ষিত) শুভ মালা চাকমা সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর  থেকে শুরু করে উপজেলা মাঠ প্রদক্ষিণ শেষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

বক্তারা বলেন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার নিজেকে অাদায় করে নিতে হয়। তার অাগে অধিকার অাদায় করার মত স্বক্ষমতা এবং সচেতনতা গড়ে তুলতে হবে। নারীদের নিজের যোগ্যতা নিজেই অর্জন করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যোগ্যতা ভাগাভাগি করার বিষয় নয়,সেই যোগ্যতা নিজেই অর্জন করতে হবে।সার্টিফিকেট অর্জন করে  শিক্ষিত হওয়া যায় না,শিক্ষিত হতে গেলে  যোগ্যতা এবং  স্বক্ষমতা অর্জন করা দরকার । বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানাভাবে ভূমিকা পালন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এমনকি নারীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্নভাবে প্রশিক্ষণের সুব্যবস্থাও করে দিয়েছেন। সুতরাং নারীদের যোগ্যতার ভিত্তিতে এগিয়ে অাসা উচিৎ।দেশকে উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পুরুষদের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য।

 

বক্তারা অারো বলেন, বেগম রোকেয়া এবং বৃটিশ বিরোধী অান্দোলনকারী প্রীতিলতার জীবনী থেকে নারীদের শিক্ষা গ্রহণ করা উচিৎ।

 

চেষ্টা করলে নারীদের মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। নারীরা এখন অান্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেছে।সেক্ষেত্রে নারীকে নারী হিসেবে মনে না করে মানুষ হিসেবে মনে করা উচিৎ বলে বক্তারা উল্লেখ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                       

       

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত