রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‌্যালী

Published: 10 Mar 2020   Tuesday   

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দূর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই শ্লোগানকে সামনে রেখে প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কান্তি।

 

এর আগে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দূর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতনতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। এছাড়া বর্তমানে করোনা ভাইরাস একটি মহামারি আকার ধারন করেছে। এই ভাইরাস নিয়ে সকলকে সাবধানে থাকার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত