মাটিরাঙ্গায় সহিংসতা জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

Published: 12 Mar 2020   Thursday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গেল ৩ মার্চের বিজিব-গ্রামবাসীর সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

 

বুধবার রাত ১২ টার কিছু সময় আগে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সরকারি বাংলোয় তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রেজাউল করিম এবং বাকী দুই সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার রেজাউল করিম। 

 

তবে তদন্তে ঘটনার কী কারণ উদঘাটন হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে বলেও জানান তিনি। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়েছে। মাঠপর্যায়ে যেসব তথ্য পাওয়া গেছে তা উল্লেখ করে প্রতিবেদন তৈরী করা হয়েছে। কমিটির বাকী দুই সদস্য ছিলেন খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ও সহকারী বন সংরক্ষন কর্মকর্তা মোহাম্মদ হোসাইন। 

 

প্রসঙ্গত, গেল ৩ মার্চ মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন নিহত ও ১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৬ কার্যদিবসের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত