বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Published: 13 Mar 2020   Friday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার রাঙামাটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে দুদিন ব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটির প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর। এসময় জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মঞ্চের জেলা সাধারন সম্পাদক শারমিন সোমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মেলার প্রথম দিনে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে। শনিবার সকালে গান ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত