বাঘাইছড়িতে ওয়ার্ড মেম্বারসহ ৩ জনকে অপহরণের অভিযোগ

Published: 14 Mar 2020   Saturday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি ইউনিয়নে এক ওয়ার্ড মেম্বারসহ তিন জনকে অপহরনের অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে  একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে। অপহৃতরা হলেন  বাঘাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমীরণ চাকমার (৪২), অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ন কিশোর চাকমা(৬০) ও মেরিন চাকমা। অপহৃতরা একই ইউনিয়নের বাসিন্দা।

 

অপহৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত প্রথমে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমীরণ চাকমার (৪২) জীবতলী গ্রামের বাড়ীতে ঘের্ওা করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে একই ইউনিয়নের নিউ লাল্ল্যাঘোনা এলাকা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ন কিশোর চাকমা(৬০) কে ও মধ্যম বাঘাইছড়ি গ্রাম থেকে মোটর সাইকেল চালক মেরিন চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এদিকে, এ অপহৃতদের স্বজনরা এ ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে এ সংগঠনের বাঘাইছড়ি উপজলা শাখার সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছেন, সংস্কারপন্থী জনসহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে এই অপহরনের ঘটনা ঘটেছে। তারা নিজেরাই অপহরণ করে এখন প্রতিপক্ষকে দায়ী করছে। এ ঘটনায় জনসংহতি সমিতি কোনভাবেই জড়িত নয়।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমএ মঞ্জর আলম জানান, অপহৃত স্বজনদের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরনের বিষয়ে পুলিশকে অবগত করেছে। তবে লিখিতভাবে এখনো অভিযোগ করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত