রাঙামাটিতে বন বিভাগের ৪টি বিভাগীয় কার্যালয় আগুনে পুড়ে ছাই

Published: 15 Mar 2020   Sunday   

রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, অশ্রেণী ভূক্ত বনাঞ্চল বিভাগ ও ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের প্রধান কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জেনারেটরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে। পুড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের দীর্ঘ বছরের নথিপত্র।


অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি ও কাউখালী উপজেলার ফায়ার স্টেশনের ২টি ষ্টেশনের ৭ ইউনিট, সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ৪টি অফিসের ২ কোটি টাকার ও বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।


রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রাঙামটি ও কাউখালীর দুটি স্টেশনের ৭ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার ও বেশী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে কোন তদন্ত করার সুযোগ পায়নি। পরে তদন্ত করে জানা যাবে।


রাঙামাটি ফরেষ্ট অফিসের কর্মকর্তাদের একটি সুত্র জানায়, সকাল থেকে যথারীতি সকলেই অফিস আসে বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে কম্পিউটারসহ বিভিন্ন বৈদুতিক সরঞ্জাম চালানো হচ্ছে। এ সময় বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন ধরে যায়। তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা চালালেও অফিস ঘর দীর্ঘদিনের পুরনো এবং দীর্ঘ বছরের কাগজ ও ফাইল পত্র থাকায় আগুন মুহুর্তেও মধ্যে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাউখালী ফায়ার সার্ভিসের গাড়ীও এসে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।


ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাঈন উদ্দিন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত