বরকলে দুর্গম এলাকায় হতদরিদ্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ

Published: 15 Mar 2020   Sunday   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ " এ লক্ষ্যকে সফল করতে রাঙামাটির বরকল উপজেলায় বড় হরিণা ইউনিয়নে  রোববার হতদরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। 

 

বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯-২০ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টেস্ট রিলিফ (টি.অার- কাবিখা/কাবিটা)প্রকল্পের অাওতা    কারিগরি সহযোগিতা ও বাস্তবায়নে  ২য় পর্যায়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  ৩৯টি দুস্ত-গরিব ও ৩টি প্রতিষ্ঠানে সৌর বিদুৎ প্যানেল বিতরণ করা হয়। 

 

বরকলে ক্লিন এনার্জি ফাউন্ডেশনের কার্যালয়ে ৫নং বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি শিমন মুর্মু এসব সৌর বিদুৎ প্যানেল বিতরণ করেন। 

 

এসময় বড় হরিণা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পরেশ চাকমা ও ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা সদস্য (সংরক্ষিত)  জানকী চাকমা ক্লিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিনিধি কিউনোচিং মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

--হিলিবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                  

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত