কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 16 Mar 2020   Monday   

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীনহ তার সহকর্মীদের শাস্তি দাবি ও সারাদেশে অব্যাহত সাংবাদিক খুন, গুম, অপহরণ, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলার বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমদ। মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক হিমেল চাকমা, বাংলা ট্রিবিউন প্রতিনিধি জিয়াউল হক।


সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রামের ডিসি পারভীন সুলতানা সরকারী চাকরি করার ‘যোগ্যতা’ হারিয়ে। তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার নয়, বরং তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রচলিত আইনে কাঠগড়ায় দাঁড় করিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি না হয় তাহলে রাঙামাটি থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে। আর এসব দোষী ব্যাক্তিদের শাস্তির পরিবর্তে পার্বত্য চট্টগ্রামে বদলী করা হলে তাহলে তা প্রতিহত করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।


বক্তারা আরো বলেন, দেশের মানুষ গুন্ডা নেতার ভুমিকা পালনকারী ডিসি কামনা করে না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধী কর্মকর্তাদের কারণে সরকারের অর্জন ক্ষুন্ন হচ্ছে। কতিপয় রাজনৈতিক ব্যক্তিদের বিশেষ আনুকূল্য পেয়ে অনেক কর্মকর্তাই এখন সেবকের পরিবর্তে স্বেচ্ছাচারি শাসক হয়ে ওঠছে। এদেরকে এখনই চিহ্নিত করা না হলে আগামীর বাংলাদেশ এগুতে পারবে না। জামালপুরের ডিসি আহমেদ কবীর ও কুড়িগ্রামের ডিসি পারভীন সুলতানা তার উদাহরণ’।


প্রতিবাদ সভায় মানবজমিন সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি দাতাদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা, নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার সহ, সারাদেশে অব্যাহত সাংবাদিকদের খুন, গুম, হামলা ও মিথ্যা মামলার বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত