বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্বত্য আঞ্চলিক পরিষদের রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্ধোধন

Published: 17 Mar 2020   Tuesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে বছর ব্যাপী রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) নিজের “ও পজিটিভ” রক্ত গ্রুপ নির্ণয় করে কর্মসূচির উদ্ধোধন করেন।

 

এসময় আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, মাধবিলতা চাকমা, নিলু কুমার তংচংগ্যা, আদিবাসী ফোররমের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা, নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা সিভিল সার্জন ডাঃ বিভাষ খীসাসহ পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বছর ব্যাপী এই কর্মসূচিতে দশ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত